গ্রীনসিটি পরিদর্শনে মুগ্ধ হলেন ভারতীয় উদ্যোক্তারা
- প্রকাশিত সময় ০২:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / 217
নিজস্ব প্রতিনিধি : বুধবার দুুপরে পাবনা শহরের অদুরে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর গ্রীনসিটি পরিদর্শনে আসেন বেশ কয়েকজন ভারতীয় উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তারা সম্প্রতি পাবনায় উদ্যোক্তা মেলায় যোগ দেন।
গ্রীনসিটিতে তাদের স্বাগত জানান পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর ব্যবস্থাপনা পরিচালক, সাবেক উপজেলা চেয়ারম্যান, রোটারি ক্লাব অব পাবনার চাটার্ড প্রেসিডেন্ট, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। এ সময় উদ্যোক্তারা অধ্যক্ষ বিশ্বাস এর হাতে সম্মাননা উপহার তুলে দেন। অধ্যক্ষ বিশ্বাস তাদের গ্রীনসিটির ১০তলা মাহাতাব টাওয়ারসহ বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান। প্রতিনিধি দলের সদস্যরা মনোরাম পরিবেশে এমন আবাসন এলাকা দেখে মুগ্ধ হন। তারা অধ্যক্ষ বিশ্বাসের দুরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। তারা অধ্যক্ষ বিশ্বাসের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তারা গ্রীনসিটি প্রকল্পর সাফল্য কামনা করেন। অধ্যক্ষ বিশ্বাস জানান, প্রকল্পর প্লট, ফ্ল্যাটের প্রতি জনসাধারণের আগ্রহ ক্রমেই বাড়ছে। এখন সরকারি অনুমোদন সাপেক্ষে খুব শীঘ্রই বে- সরকারি বিশ্ববিদ্যালয়( মাস্ট ইউনিভার্সিটি) চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদেশী উদ্যোক্তাদের মধ্যে শ্রীমতি রুপালী বিশ্বাস, মধুমিতা বিশ্বাসসহ পাবনার বেশ কয়েকজন সংস্কৃতিসেবী এ সময় উপস্থিত ছিলেন। এরা হলেন- মানিক মজুমদার, মৌমিতা মজুমদার, মানব মজুমদার প্রমুখ। এছাড়া জেলার অব. শিক্ষক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব আবু বকরসহ গ্রীনসিটির কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।