পাবনায় জেলা আওয়ামীলীগের ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালন
- প্রকাশিত সময় ০২:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / 80
পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ,কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সহচর ও মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর পক্ষ থেকে জাতীয় চার নেতা শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, জেলা কৃষক লীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা খানম শেফালী সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।