বিজ্ঞপ্তি :
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক; ট্রাক জব্দ

প্রেস বিজ্ঞপ্তি
- প্রকাশিত সময় ০১:১৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 118
গত ০৪/১১/২০২২ ইং তারিখ বিকেল ০৪:৫৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন হাইওয়ে রাস্তার গোলচত্বরের উত্তর পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ফুড কর্ণারের সামনে একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় একটি ট্রাক এবং একটি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুজন মিয়া(৩০), পিতাঃ মৃত জাহাঙ্গীর আলম,সাং- জয়রাম ওঝা, থানাঃ গঙ্গাচরা, জেলা-রংপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই রকম আরও টপিক