পাবনায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত
- প্রকাশিত সময় ১২:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 111
প্রতিনিধি পাবনাঃ
বঙ্গবন্ধু দর্শন – সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্য ধারন পূর্বক ৫ নভেম্বর শনিবার সারা বাংলাদেশের ন্যায় পাবনা জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২।
এদিন দিবসটি কেন্দ্র করে সকাল দশটায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুর করে একটি আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এদিন দিবসটিকে কেন্দ্র করে পাবনা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ সাইদুর রহমান, জেলা আওয়ামিলীগের মোঃ বাকি বিল্লাহ, জেলা সমবায় অফিসার মোঃ সোলাইমান বেগ, সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মাসুদ রানা, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মুস্তাফিজ আহম্মেদ প্রমুখ কর্মকর্তা বৃন্দ।
এসময় অনুষ্ঠিত আলোচনায় উপস্থাপনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাঈদা সবনম।
অনুষ্ঠিত ৫১ তম জাতীয় সমবায় দিবস পালনের সার্বিক সহযোগিতা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শিরাজুল ইসলাম।
দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য বলেন পরিবর্তন কৃষি সমবায় সমিতির নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন, নাজিরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নাজিরা খাতুন প্রমুখ।