শাহজাদপুরে বিদ্যুৎ মিটার বিস্ফোরিত হয়ে লাল মিয়ার ঘর-বাড়ি পুড়ে ছাই
- প্রকাশিত সময় ১১:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 99
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর পূর্ব পাশে দরগারচর গ্রামে গতকাল সোমবার বিদ্যুৎ মিটার বিস্ফোরিত হয়ে নগদ টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র সব পুড়ে যায়।এ সময় ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান, চাউল, স্বর্ণালংকার, আলমারিসহ ঘরে থাকা সকল কিছু পুড়ে যায়। আগুনে নগদ ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে পরিবারের লোকজন জানায়।
বাড়ির মালিক লাল মিয়া জানান, হঠাৎ করেই বিদ্যুৎ মিটার বিকট শব্দ করে ফেটে যায়। এতে গোটা ঘরে মুহূর্তের মধ্যে ঘরে আগুন লেগে যায। আগুনে ঘরে থাকা চাউল-ডাউল স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সব পুরে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল এন্ড ডিফেন্স স্টেশন থেকে একটি টিম এসে আগুন নিয়ত্রনে আনে।
শাহজাদপুর থানার এস আই কাঞ্চন কুমার জানান, আগুন লাগার ঘটনাটি আমরা জানার পর সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই । শাহজাদপুর পল্লী বিদ্যুত সমিতির অফিসার সাইফুল ইসলাম বলেন,আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই এবং সংযোগ বিচ্ছিন্ন করি।
এদিকে আগুনে ঘরবাড়ি ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় লাল মিয়া ও তার পরিবারের লোকজন আহাজারি করছে।