ভাঙ্গুড়ায় বেদখল হয়ে যাচ্ছে শতকোটি টাকার সরকারি সম্পত্তি
- প্রকাশিত সময় ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / 122
পাবনার ভাঙ্গুড়ায় শুধু রক্ষণাবেক্ষণের অভাবে বেদখল হয়ে যাচ্ছে শতকোটি টাকার সরকারি সম্পত্তি। উপজেলার পৌর সদরের সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের পূর্ব-উত্তর দিকে অবস্থিত সরকারের গণপূর্ত বিভাগের প্রায় ৩০ বিঘা সম্পত্তি স্থানীয়রা দখল করে নিচ্ছেন। সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করে ব্যবহার উপযোগী করলে সরকার এই স্থান থেকে মোটা অঙ্কের রাজস্ব পেতে পারেন এমনটি মনে করছেন স্থানীয় একাধিক সচেতন মহল।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, সরকারের গণপূর্ত বিভাগের উপজেলার পৌরসদরের এখানে পাশাপাশি দুটি সাইনবোর্ড ছাড়া আর কিছুই নেই। তবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কাউকেই পাওয়া যায় নি। ইতোমধ্যে এই সম্পত্তির উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশে বেশকিছু অবৈধ বাড়িঘর নির্মাণ করা হয়েছে। দক্ষিণ দিকে বালু ফেলে বেশ কিছু অংশ ভড়াট হয়েছে। সম্পত্তির মাঝখানে একটি গরুর খামার রয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি ঐ সম্পত্তির কিছু কিছু অংশ দখলে নিয়ে মোটা টাকায় পজিশন বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। আবার কেউ কেউ দাবী করছেন,তারা লিজ নিয়েছেন। কিন্তু কিভাবে লিজ নিয়েছেন এমন প্রশ্নের তারা কোন সদুত্তার দিতে পারেন নি। তবে কেউ কেউ বলেছেন সরকারি সম্পত্তি ফাঁকা আছে তাই বাড়ি করেছি। সরকার চাইলে তারা যে কোন সময় ছেড়ে দিবেন।
জানা গেছে, এক সময় এখানে ইটভাটা ছিল। সেখানে অনেক ইট ছিল কিন্ত সে সব ইট বহু বছর আগেই হরিলুট হয়েছে । শুধু প্রায় ৩০বিঘা জমিগুলো পড়ে ছিল। তাও বর্তমানে বাড়িঘর-দোকান ও বালু ফেলে ভরাট করে তা বেদখল হয়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই।
স্থানীয় একাধিক সচেতন মহল মনে করেন, ভাঙ্গুড়ায় সরকারের গণপুর্ত বিভাগের অরক্ষিত প্রায় ৩০বিঘা সম্পত্তির সীমানা নির্ধারণ করে সরকারিভাবে সংরক্ষণ করে ব্যবহারের উপযোগি করলে এখান থেকে মোটা অঙ্কের রাজস্ব আসতে পারে।
এ বিষয়ে পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান ভাঙ্গুড়ায় পরিত্যক্ত ইটভাটাটির সম্পত্তি তাদের দাবি করে তিনি বলেন, এটা বা এর অংশবিশেষ কাউকেই ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে কেউ অবৈধ দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যপারে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় গণপূর্ত বিভাগ বিধি সম্মত যে কোন উদ্যোগ গ্রহণ করলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে।