ভেড়ামারায় ৩ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৬:২১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / 103
রবিবার পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এবার ৩ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলায় এবার মোট পরিক্ষার্থী ১ হাজার ৭০০ জন। এরমধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৫৪৮ জন। সাধারণ শাখায় ১ হাজার ১৫২ জন এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেন্দ্র গুলো হচ্ছে- ভেড়ামারা সরকারি কলেজ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজ। গতকাল রবিবার পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দীনেশ সরকার জানান, ভেড়ামারা উপজেলায় এবার ৩ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার কেন্দ্র গুলোতে পরীক্ষা অত্যান্ত সুন্দর ভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটা কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের বেশ কিছু বিষয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেছি। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।