আটঘরিয়ার শহীদ আঃ খালেক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত
- প্রকাশিত সময় ০১:২৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / 69
আটঘরিয়া প্রতিনিধি:
অবশেষে পাবনার আটঘরিয়ার খিদিরপুর শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী ও সাবেক প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন খান কর্তৃক অবৈধভাবে পাতানো নির্বাচনের বিরুদ্ধে মামলা করলে বিজ্ঞ আটঘরিয়া জজ আদালতের ১০৩/২০২২ অপর প্রকার মোকর্দ্দমার ২৯/০৯/২০২২ খ্রি. তারিখের স্কুলের সমন্ত কার্যক্রম বিষয়ে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন এবং ০১/১১/২০২২ খ্রি. তারিখে ০৪ নং আদেশে স্থিতিবস্থার আদেশ বহাল এবং প্রধান শিক্ষকের দায়িত্ব পালন ও নির্বাচন প্রক্রিয়া বিষয়ক যে কোন সিদ্ধান গ্রহণ করা থেকে বারিত করা হলো আদেশ দেন।
এ আদেশের প্রেক্ষিতে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু গত ০৬ নভেম্বরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন এবং নির্বাচন কার্যক্রম স্থগিত করার নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন খান গত ৩১ আগস্টে অবসরে যাবার কথা থাকলেও সরকারি নিয়ম উপেক্ষা করে এডহক কমিটি কর্তৃক ২ বছর চাকরীর মেয়াদ বাড়িয়ে নেন এবং ৮সেপ্টম্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাউডিং অফিসার নিয়োগের জন্য আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন।
বর্তমানে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ নিয়েও দন্ড দেখা দিয়েছে, প্রতিকার চেয়ে সর্বজ্যেষ্ঠ শিক্ষক বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এতে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ হলে তিনি সম্প্রতি ঐ পদ থেকে অব্যাহতি নেন এবং তাঁর আপন ভাগ্নে জামাই ঐ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনছুর আলীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব দেন।
সরকারি বিধি মোতাবেক সহকারি প্রধান শিক্ষক না থাকলে সর্ব জ্যেষ্ঠ সিনিয়র শিক্ষক দায়িত্ব পাবেন। কিন্ত সেখানে নিয়মের ব্যাত্যয় ঘটিয়ে ঐ বিদ্যালয়ের সর্ব জ্যেষ্ট সিনিয়র শিক্ষক মোঃ গোলজার হোসেন সংক্ষুব্দ হয়ে আটঘরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাবনা জেলা শিক্ষা অফিসার, পাবনা জেলা প্রশাসক, উপ পরিচালক, রাজশাহী বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছেন। তাঁর আবেদনে উল্লেখ রয়েছে মোঃ মনছুর আলী ফেব্রুয়ারি/৯১ মাসে এমপিও ভুক্ত হন অপর দিকে মোঃ গোলজার হোসেন মে/৮৯ মাসে এমপিও ভুক্ত হন।