ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

শাহজাদপুরে টেলিফোন একচেঞ্জের বেহাল দশা ! চারিদিকে দুগর্ন্ধ পরিবেশ । সন্ধ্যা হলে মাদকের দখলে চলে যায়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় ০৩:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 123


শাহজাদপুর উপজেলা প্রসাসনের অদুরে ডিজিটাল টেলিফোন অফিসের অবস্থা নাজুক যেন ময়লা ডাষ্টবিনে অনেকটা প্রধান সড়ক বন্ধ হয়ে আছে । সন্ধ্যার পর এখানে বসে মাদকের আড্ডা ।
টেলিফোন এক সময় বাড়িতে থাকা মানে আভিজাত্যের প্রতীক । বর্তমানে মানুষের হাতে হাতে টেলিফোন হওয়ায় এখন আর সেই টেলিফোন আর গুরুত্ব বহন করে না । সরেজমিন ঘুরে দেখা যায়,পৌর সদরের উপজেলার সামান্য দুরে কান্দাপাড়া গ্রামের সামনে ডিজিটাল টেলিফোন একচেঞ্জটির প্রধান ফটকের সামনে ময়লা আবর্জনা পড়ে আছে এছাড়াও আশ পাশের বাড়ির সামনে গোবর ছিটিয়ে রাখা হয়েছে দুগর্ন্ধে যেন হাঁটা যায় না। দুগর্ন্ধে আর নোংরা পরিবেশের মধ্যে অফিসে কর্মকর্তারা কাজ করছে । কর্মকর্তারা শুধু যায় আর আসে । স্থানীয় গ্রামবাসি জানায়, এটা টেলিফোন অফিস থাকলেও এদের কি কাজ আমরা জানি না । গ্রামবাসি জানায়, এখানে সন্ধ্যা নামার পর পরই চলে মাদকের আড্ডা । তাই সন্ধার পর নেশাখোর যুবক ছেলেদের এলাকা দখলে চলে যায় এবং অসামাজিক কার্যকলাপ চলে । এদিকে দায়িত্বে থাকা টেলিফোন একচেঞ্জের কর্মকর্তা মজনু জানান,আগে শাহজাদপুরে ৫ শতাধিক এর উপর টেলিফোন সংযোগ ছিল । এখন বর্তমানে ৩৮ টি টেলিফোন সংযোগ রয়েছে । তিনি আরও বলেন,বর্তমানে মানুষের হাতে হাতে মুঠোফোন থাকার কারনে এখন আর কেউ সংযোগ নিতে চায়না । দিন বদলের পরিক্রমায় ল্যান্ডলাইন সেটের শক্তিশালী বিকল্প হিসেবে মোবাইল স্মার্টফোন মানুসের মন জয় করে নিয়েছে । এজন্যই আজ টেলিফোন মানুষ ব্যাবহার করে না । টেলিফোনের অনেক মুল্যবান জিনিষ নষ্ট হয়ে গেছে । বর্তমানে এ অফিসটি জঙ্গলে ছেয়ে গেলেও করও নজর নাই।

শাহজাদপুরে টেলিফোন একচেঞ্জের বেহাল দশা ! চারিদিকে দুগর্ন্ধ পরিবেশ । সন্ধ্যা হলে মাদকের দখলে চলে যায়

প্রকাশিত সময় ০৩:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২


শাহজাদপুর উপজেলা প্রসাসনের অদুরে ডিজিটাল টেলিফোন অফিসের অবস্থা নাজুক যেন ময়লা ডাষ্টবিনে অনেকটা প্রধান সড়ক বন্ধ হয়ে আছে । সন্ধ্যার পর এখানে বসে মাদকের আড্ডা ।
টেলিফোন এক সময় বাড়িতে থাকা মানে আভিজাত্যের প্রতীক । বর্তমানে মানুষের হাতে হাতে টেলিফোন হওয়ায় এখন আর সেই টেলিফোন আর গুরুত্ব বহন করে না । সরেজমিন ঘুরে দেখা যায়,পৌর সদরের উপজেলার সামান্য দুরে কান্দাপাড়া গ্রামের সামনে ডিজিটাল টেলিফোন একচেঞ্জটির প্রধান ফটকের সামনে ময়লা আবর্জনা পড়ে আছে এছাড়াও আশ পাশের বাড়ির সামনে গোবর ছিটিয়ে রাখা হয়েছে দুগর্ন্ধে যেন হাঁটা যায় না। দুগর্ন্ধে আর নোংরা পরিবেশের মধ্যে অফিসে কর্মকর্তারা কাজ করছে । কর্মকর্তারা শুধু যায় আর আসে । স্থানীয় গ্রামবাসি জানায়, এটা টেলিফোন অফিস থাকলেও এদের কি কাজ আমরা জানি না । গ্রামবাসি জানায়, এখানে সন্ধ্যা নামার পর পরই চলে মাদকের আড্ডা । তাই সন্ধার পর নেশাখোর যুবক ছেলেদের এলাকা দখলে চলে যায় এবং অসামাজিক কার্যকলাপ চলে । এদিকে দায়িত্বে থাকা টেলিফোন একচেঞ্জের কর্মকর্তা মজনু জানান,আগে শাহজাদপুরে ৫ শতাধিক এর উপর টেলিফোন সংযোগ ছিল । এখন বর্তমানে ৩৮ টি টেলিফোন সংযোগ রয়েছে । তিনি আরও বলেন,বর্তমানে মানুষের হাতে হাতে মুঠোফোন থাকার কারনে এখন আর কেউ সংযোগ নিতে চায়না । দিন বদলের পরিক্রমায় ল্যান্ডলাইন সেটের শক্তিশালী বিকল্প হিসেবে মোবাইল স্মার্টফোন মানুসের মন জয় করে নিয়েছে । এজন্যই আজ টেলিফোন মানুষ ব্যাবহার করে না । টেলিফোনের অনেক মুল্যবান জিনিষ নষ্ট হয়ে গেছে । বর্তমানে এ অফিসটি জঙ্গলে ছেয়ে গেলেও করও নজর নাই।