পাবনা জেলা প্রশাসন এর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র্যালী
- প্রকাশিত সময় ০৫:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
- / 91
পাবনা জেলা প্রশাসন এর ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতা মূলক র্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যলীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কবির মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাহেদ পারভেজ, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, স্কয়ার ফার্মার জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, স্কয়ার ট্রয়লেট্রিজের সহকারী মহা-ব্যবস্থাপক আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর ফরিদুল ইসলাম ডিলু সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে পাবনা পৌরসভা পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও মশকমুক্ত রাখতে ১৫টি ওয়ার্ডে ওয়ার্ড কমিশনারদের নেতৃত্বে ১৫টি টিম গঠন করেছে। প্রত্যেকটি টিমের কার্যক্রম তদারকির করবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।