ভেড়ামারায় নবাগত ইউএনও হাসিনা মমতাজের যোগদান
- প্রকাশিত সময় ১২:২৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / 111
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন হাসিনা মমতাজ।
গতকাল মঙ্গলবার ভেড়ামারা উপজেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব বুঝে নেন তিনি। ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রেভিনিউ ডেপুটি কালেক্টর, আরডিসি) হিসেবে কমর্রত ছিলেন।
বগুড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদোন্নতি পাওয়া বিদায়ী ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের স্থলাভিক্তিক হলেন তিনি।
এ বিষয়ে নবাগত ইউএনও হাসিনা মমতাজ বলেন, নারী ইউএনও হিসেবে আমি প্রথম ভেড়ামারা উপজেলায় এসেছি। এটা আমার কাছে অবশ্যই চ্যালেঞ্জিং বিষয়। আবার অনেক ভালো লাগার একটি বিষয়। অনেক চ্যালেঞ্জ থাকলেও এখন নারীদের জন্যে প্রশাসনিক এই দায়িত্ব পালন করা অনেকটাই সহজ হয়েছে। অনেক ক্ষেত্রেই নারীরা ভালো করছেন। প্রশাসনিক এই দায়িত্ব পালন করতে গিয়ে নারীর ক্ষমতায়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করবেন বলেও তিনি জানান।
এবিষয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, ভেড়ামারা উপজেলায় এই প্রথম একজন নারী ইউএনও দায়িত্ব পেলেন। প্রশাসনিক কাজের ও সমাজের অনেক জায়গায় এখন নারীরা নেতৃত্ব দিচ্ছেন এবং ভালো করছেন। নতুন ইউএনও ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।