দিনে গরম রাতে ঠান্ডা সর্দ্দিজ্বরের প্রকোপ, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন

- প্রকাশিত সময় ১২:১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / 143
আটঘরিয়া ব্যুরো:
দিনে গরম রাতে ঠান্ডা ২৪ ঘন্টায় এমন আবহাওয়ার কারনে বর্তমানে আটঘরিয়া উপজেলার বিভিন্ন স্থানে সর্দি, জ্বর, কাশি এবং চোখ ওঠা রোগের ব্যাপকতা দেখা দিয়েছে। এখানে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্তা না থাকায় সবাই উদ্বিবগ্ন। ।আটঘরিয়া সরকারি হাসপাতালে আসা গৃহবধু আয়শা খাতুন তার ২বছরের শিশু মেয়ে রুমাকে গত ৪/৫ দিন যাবৎ সর্দি,জ¦র,কাশি নিয়ে হাসপাতালে এসেছে।রহিমা খাতুন এসেছে ৩বছরের পুতা্র রানাকে নিয়ে।এ ছাড়াও একই হাসপাতালে কয়েকজন চোখ ওঠা রোগিকেও দেখা গেল।
একইভাবে স্থানিয় বাজার গুলোর ডাক্তারদের কাছে এমন অসুখ নিয়ে অনেককেই যেতে হচ্ছে । ডাক্তাররা জানান সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গরম এবং বিকাল থেকে সকাল পর্যন্ত শীত ও ঠান্ডার কারনে বিরুপ আবহাওয়ায় এমনটা হচ্ছে। এমন রোগীর অধিকাংশ শিশু ও বৃদ্ধ,তবে সব বয়সের রোগীর চোখ ওঠা রোগ হচ্ছে। আটঘরিয়া উপজেলা হাসপাতালে ডেঙ্গু কর্ণার খোলা হলেও ব্যাপক প্রচারনা ও পরীক্ষার অভাবে রোগীর অভিভাবকরা ডেঙ্গু নিয়ে দুশচিন্তায় ভুকছেন। বর্তমানে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলা পযার্য়ে ডেঙ্গু পরীক্ষার ব্যাবস্থা না থাকায় জ্বর, সর্দি, কাশী নিয়ে সবাই উদ্বিগ্ন।