ঈশ্বরদী রেলওয়ে জংশনের যাত্রী ভোগান্তি দ্রুতই দুর হচ্ছে না: জিএম
- প্রকাশিত সময় ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / 201
ঈশ্বরদী রেলওয়ে জংশন প্লাটফর্মে যাত্রীদের জন্য বৈদ্যুতিক পাখা, স্বাস্থ্য সম্মত টয়লেট , বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলসহ নানা ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। নানা সময়ে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা প্রতিশ্রতির ফুলঝুড়ি সাজিয়ে এই স্টেশনকে বিভিন্ন প্রকার কাঠামোগত উন্নয়নের মধ্যদিয়ে এখানকার যাত্রীদের সকল প্রকার সুবিধা নিশ্চিত করার কথা জানালেও সেটা দ্রুতই মিলছে না যাত্রীদের কপালে সেটাই নিশ্চিত করলেন বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চলের ) জেনারেল ম্যানেজার জনাব অসীম কুমার তালুকদার।
দৈনিক স্বতঃকন্ঠ কে দেয়া এক স্বাক্ষাতকারে অসীম কুমার তালুতদার বলেন, ব্রিটিশ আমলে নির্মিত ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত কল্পে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়ন করলেও সেটার সঠিক পর্যবেক্ষনের অভাবে দীর্ঘস্থায়ী হয়নি। ফলস্রুতিতে নিরাপদ স্যানিটেশন, বৈদ্যুতিক পাখা এবং বিশিুদ্ধ পানির জন্য এখানে আগত যাত্রীদের বরাবরই অভিযোগ রয়েছে।
যাত্রীদের করা অভিযোগ গুলোকে যোক্তিক স্বীকার করে তিনি আরও বলেন, যাত্রী সুবিধার কথা চিন্তা করে প্লাটফর্মে একাধিকবার গভীর নলকূপ স্থাপন করা হলেও যথার্থ দেখভালের অভাবে সেগুলোর প্রতিটিই এখন পরিত্যাক্ত বা ব্যবহার অনুপযোগী। কারন সেখানে দ্বায়িত্বরত আমাদের কর্মকর্তাদের উদাসীনতায় এমন পরিস্থিতি হয়েছে। যদিও এখন আবারো স্থাপন করা হবে, তবে সেটা দ্রুত করার কোন সম্ভাবনাই নাই । কেননা সেগুলোকে পুনরায় প্রতিস্থাপন করতে নতুন বাজেট প্রয়োজন যেটা আপাতত আমাদের নেই। তাই যাত্রীদের এই ভোগান্তি টা আপাতত সহ্য করেই চলতে হবে। এটা দ্রুত করার কোন সম্ভাবনাই নেই।