পাবনার কাজিরহাটে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সবুজকে বিশাল সংবর্ধনা
- প্রকাশিত সময় ০৫:২২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / 78
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে কাজিরহাট ফেরিঘাট এলাকায় নবনির্বাচিত পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি সবুজকে সংবর্ধনা দেয়া হয়।
পাবনা জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান সবুজকে গণসংবর্ধনা জানিয়েছে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ”।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সংবর্ধনা জানাতে কাজিরহাট ফেরিঘাট এলাকায় হাজারও জনতা মোটরসাইকেল ও শতাধিক মাইক্রো বাস যোগে উপস্থিত হয়।
নেতা আসবে বলে আগাম প্রস্তুতি নিয়ে দীর্ঘ প্রতিক্ষায় জনতা। মানিকগঞ্জের আরিচা ঘাট পার হয়ে পাবনার কাজিরহাট ফেরিঘাট পৌছান ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মধ্যমণি মিজানুর রহমান সবুজ”।
“নেতাকে কাছে পেয়ে ফেরিঘাট এলাকায় এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। জানানো হয় ফুলেল শুভেচছা উষ্ণ ভালোবাসা। নেতা নিজেও হাত তুলে ভক্তদের আদুরে ভালবাসা সানন্দে গ্রহণ করেন । পরে কাজিরহাট ফেরী ঘাটে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন মিজানুর রহমান সবুজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল্লাহ । তারপর উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে গাড়ি করে পাবনার উদ্দেশ্যে রওনা হন।