ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জুবিলী ট্যাংকে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত
- প্রকাশিত সময় ০৬:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / 130
ইউ এন এস: স্কুলছাত্রীদের উক্তাক্ত ও ইভটিজিং করার প্রতিবাদ করায় বকাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার পাবনা শহরের জুবিলী ট্যাংক পুকুর পাড়ে। আহত সিয়াম (১৬) পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র, সে রাধানগর মহল্লার সোহাগ হোসেনের ছেলে।
আহত সিয়াম বার্তা সংস্থা ইউএনএসকে জানান দুপুর ১২টা ৪৫ মিনিটে জুবিলী ট্যাংক পুকুর পাড়ে আমি ও আমার কয়েক বন্ধু মিলে বেড়াতে গেলে শুভ নামের এক বকাটে যুবক তিনটি ছাত্রীকে বিভিন্ন ভাবে উক্তাক্ত করতে থাকে এক পর্যায়ে রিতিমত ইভটিজিং সে সময় ছাত্রী তিনজন অসহায় হয়ে পরে এমন সময় আমি প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আমার বামথোরায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পরি, পরে আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বকাটেরা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সিয়াম আরো জানান শুভ সাথে অজ্ঞাত আরো ১০/১২ জন যুবক ছিল। ঐ এলাকার বাসিন্দার জানান বিভিন্ন সময় বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে একটু সময় কাটাতে আসলে এ সব বকাটেদের বিভিন্ন ভাবে উক্তাক্ত করতে দেখা যায় এবং কি ইচ্ছার বিরুদ্ধে তাদের সাথে সক্ষতা বাড়াতে চেষ্টা করে। এ সব উঠতি বয়সের ছেলেরা জুবিলী ট্যাংকের ঐতিহ্যকে নষ্ট করতে চলেছে। জানা গেছে পাবনা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করলে কিছু দিন বন্ধ থাকলেও পরে আবার দেখা যায়।