ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
- প্রকাশিত সময় ০২:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / 172
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রিমিয়াম-২০২২ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
শুক্রবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় মাটিকাটা ফুটবল একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে গোবিন্দাসী ইউনিয়ন ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল তরফদার, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল আজিজ বিএসসি, ইবরাহীম খাঁ সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ জাহিদ হাসান সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি বৃন্দ।
এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা ফুটবল প্রেমীরা। ফুটবল প্রেমীদের দর্শক হিসাবে পেয়ে ফুটবল উচ্ছ্বসিত খেলোয়াড়রা। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। কর্মব্যস্ততার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতিবছর এমন আয়োজনের দাবী খেলোয়াড় ও দর্শনার্থীদের।
খেলা দেখতে আসা এক স্থানীয় বললেন, ‘আজকে যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, সুন্দর পরিবেশে ভালো খেলা উপহার দিচ্ছে।’
এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। প্রধান অতিথি দুলাল হোসেন চকদার বলেন, ‘হাজার হাজার দর্শক, আনন্দঘন পরিবেশ, উচ্ছ্বাস নিয়ে খেলাটি উপভোগ করছে সবাই। এই খেলায় প্রধান অতিথি হিসেবে আসতে পেরে আমি খুবই গৌরব অনুভব করছি।’
অন্যতম আয়োজক এমডি লিপটন বলেন, ‘ডিজিটাল বিপ্লবের কারণে এখন গ্রামগঞ্জে আর খেলাধুলার তেমন একটা আয়োজন হয় না। আমরা এই ক্রীড়া সংস্থার মাধ্যমে এলাকায় ও টাঙ্গাইলের ফুটবল খেলার যে ঐতিহ্য ছিল তা আমরা টিকিয়ে রাখতে চেষ্টা করছি। আমরা এটা চালিয়ে যাব।’
খেলাটি পরিচালনা করেন হাকিম আকন্দ।
খেলা শেষ চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।
উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশ গ্রহণ করেন।