গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান
- প্রকাশিত সময় ১১:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / 266
পাবনা শহরের রাধানগরস্থ গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রশিক্ষাণার্থীদের নবীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফুলেল শুভেচ্ছা, রবণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মো. আতাউর রহমান জনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার।
প্রশিক্ষানার্থী বিপাশা আকতার ও সুমাইয়া আকতারের উপাস্থপনায় অনুষ্ঠারে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড পাবনা কার্যালয়ের নিবার্হী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম রিপন, বাসস ও ভোরের কাগজ পাবনা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা জেলা জজ কোর্টের কর্মকতার্ মো. আব্দুল জলিল, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন, পার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা সুলতানা, প্রশিক্ষক আল আমিন প্রমূখ।
পাবনায় বেসরকারি সর্ববৃহৎ এই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নবাগত দুই শতাধিক প্রশিক্ষাথর্ীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে প্রবীন প্রশিক্ষানার্থীরা।
বক্তারা বলেন, টেকসই উন্নয়নে কারিগরি শিক্ষা বিষেশভাবে গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি সৃষ্ঠিতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নাই। টেকসই উন্নয়ন ও দক্ষ জনশক্তি সুষ্ঠিতে পাবনার সেরা গ্যালাক্সী কম্পিউটার ট্রেনিং সেন্টার গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে।