জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও শপথনামা বিতরণ
- প্রকাশিত সময় ০২:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / 105
ঢাকা: জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও শপথনামা বিতরণ। ছবি: সংগ্রহীত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর ঢাকায় আগামী সোমবার (১৪ নভেম্বর) ২০২২ খ্রি. দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ৫৯টি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় রাজধানী ঢাকার কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধান কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
এছাড়াও একই দিনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রধান কার্যালয় হতে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দের আমন্ত্রণপত্র ও শপথনামা বিতরণ করা হয়।
পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন ও সদস্যবৃন্দ কোভিড-১৯ নমুনা সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহন করেন এবং আমন্ত্রণপত্র ও শপথনামা গ্রহন করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা’র উপসচিব এস এম নজরুল ইসলাম (১০ নভেম্বর) ২০২২ খ্রি. স্বাক্ষরিত ৪৬.০০.০০০০.০৪২.১৮.০০৯.২২.১৭৩৭ স্মারকে এই নির্দেশ দেওয়া হয়।