পাবনার ভাঙ্গুড়ায় মসজিদের ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
- প্রকাশিত সময় ১০:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / 156
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে স্থাপিত পাটুল জামে মসজিদ কমিটির সাবেক ক্যাশিয়ারের বিরুদ্ধে মসজিদ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গত ১১অক্টোবর ২২তারিখে বর্তমান মসজিদ কমিটির সদস্যবৃন্দ সহ গ্রামের শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়েছেন।
অভিযুক্ত ব্যক্তি হলেন,মসজিদ পরিচালনা কমিটির সাবেক ক্যাশিয়ার, একই গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে এবং ময়দান দীঘি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনূছ আলী। গ্রামের জনসাধারণ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,
বিগত ৮/৯ বছর যাবত মসজিদের ক্যাশিয়ার পদে দায়িত্ব পালন সময়ে মসজিদের যাবতীয় আয়-ব্যয়,মসজিদের উন্নতিকল্পে গ্রামের দানশীল ব্যক্তিবর্গের নগদ দানের টাকা ও বিভিন্ন সময়ে চাঁদা আদায় কৃত মুড়িবহির রশিদের সমুদয় টাকা আত্মসাতের সুকৌল হিসাবে মসজিদের রেজুলেশন বইয়ের কমপক্ষে ৫/৬টি পৃষ্ঠা ছিড়ে টাকা আত্মসাতের জন্য বিনষ্ট করে করেছেন। সব মিলে আত্মসাত কৃত টাকার পরিমাণ ৮-১০লাখ টাকা বলে অভিযাগ পত্রে উল্লেখ করা হয়েছে।
মসজিদ ফান্ডের টাকা ফিরিয়ে আনা, অভিযুক্ত সাবেক ক্যাশিয়ারের দৃষ্টান্নমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে আনিত অভিযুক্ত মসজিদ পরিচালনা কমিটির সাবেক ক্যাশিয়ার ইউনুছ আলী মাস্টার টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন,এলাকার এক শ্রেণির স্বার্থন্বেষী মহল আমাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছেন।
১৩ নভেম্বর রবিবার সরেজমিনে সম্প্রতি পাটুল গ্রামে গেলে, পাটুল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ,ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম,বর্তমান ক্যাশিয়ার শরিফুল ইসলাম সহ গ্রামের বেশ কিছু নেতৃবৃন্দ ক্ষোভের সাথে মসজিদের টাকা আত্মসাতের সঠিক তদন্তের দাবী, দোষী ব্যক্তির দৃষ্টান্ন মূলক শাস্তি দাবী করেছেন।
এ নিয়ে এলাকায় সচেতন মহল সহ সর্বমহলের চলছে ব্যাপক আলোচনা -সমালোচনার ঝড়। এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান,মসজিদ কমিটির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আনিত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।