রোটারী ক্লাব অব রূপকথা পাবনার হুইল চেয়ার প্রদান
- প্রকাশিত সময় ১১:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / 71
১২ নভেম্বর রোটারী ক্লাব অব রূপকথা পাবনা কার্যালয়ে প্রোগ্রাম চেয়ার রোটারীয়ান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দুস্থ:দের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশের এ্যাসিস্টেন্ট গভর্ণর কে.এম ফয়সল মুর্শেদ টিটু, পাস্ট প্রেসিডেন্ট মোঃ সহিদুল ইসলাম, পাস্ট প্রেসিডেন্ট খায়রুজ্জামান আহমেদ অরুন, ক্লাব প্রেসিডেন্ট মোঃ তালেবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ ফারুক হোসেন, ভাইস প্রেসিডেন্ট এ্যাড. শরিফা খাতুন, ক্লাব সেক্রেটারী মোঃ আশরাফুল হোসেন খান মিলন, কে.এম মতিউর রহমান, মোঃ আকতারুজ্জামান, নিশচা পাবনা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন প্রমুখ। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল লতিফ, আবু ওয়াহিদ কল্লোল, রোখসানা রিমা সহ আগত অতিথিবৃন্দ। হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, সড়ক দূর্ঘটনায় আহত পাবনা সদরের মহেন্দ্রপুর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে আব্দুল মুস্তাকিম, নাজিরপুর বাড়ইপাড়ার মোঃ হোসেন প্রামানিকের ছেলে মোঃ খোকন হোসেন। এ্যাসিসটেন্ট গভর্নর কে.এম ফয়সল মোর্শেদ টিটু বলেন, আমরা মানুষের প্রয়োজনে নিজেদের অর্থায়নে তাদেরকে সাহায্য করে আসছি। প্রেসিডেন্ট তালেবুর রহমান বলেন, আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখবো এবং দরিদ্র মানুষের পাশে থেকে রোটারীর মূলমন্ত্রকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবো।