আজ প্রফেসর ড. মযহারুল ইসলামের ১৯তম মৃত্যু বার্ষিকী
- প্রকাশিত সময় ০২:১৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / 129
জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আন্তজাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সাবেক এমপি চয়ন ইসলামের পিতা প্রফেসর ড. মযহারুল ইসলামের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী (জন্ম ১ জুলাই ১৯২৯, মৃত্যু ১৪ নভেম্বর ২০০৩, ব্যাংকক, থাইল্যান্ড)।
এ উপলক্ষে সকালে জাতীয় দলীয় পতাকা,কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারন, সকাল ৯ টায় শোক র্যালি এবং মরহুমের কবরে পুস্পমাল্য অর্পন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
মযহারুল ইসলাম তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৫ সালে মেট্রিক পাশ করেন। ১৯৪৭ সালে সিরাজগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর রাজশাহী সরকারি কলেজে বাংলা বিষয়ে অনার্স নিয়ে বিএ ক্লাশে ভর্তি হন। ১৯৪৯ সালে অনার্স পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলা এম.এ প্রিভিয়াস পরীক্ষায় এবং ১৯৫১ সালে অনুষ্ঠিত এম এ ফাইনাল পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। একই সঙ্গে তিনি স্বর্ণ পদক এবং কালীনারায়ণ বৃত্তি লাভ করেন।
তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ্র তত্ত্বাবধানে ১৯৫৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে “মধ্যযুগের বাংলা কাব্যে হেয়াত মামুদ” বিষয়ে পিএইচ.ডি সম্পন্ন করেন। পরে ১৯৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে লোকাচারবিদ্যায় দ্বিতীয় পিএইচ.ডি সম্পন্ন করেন। কর্মজীবনে বিশ্বের নানাদেশে বহু নামী-দামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।