ভাঙ্গুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০২:৩২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / 114
সোমবার উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। বিকেলে মেলায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ স্টল সমূহকে পুরস্কার প্রদান করা হয়। ছবি: স্বতঃকণ্ঠ
‘উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, উপজেলা সাবরেজিস্ট্রার মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আফরোজা পারভীন, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, আঃ হান্নান ও সুলতানা জাহান বকুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ প্রমুখ।
মেলায় ৪ ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষঅ প্রতিষ্ঠানসহ ১৬ টি স্টল। বিকেলে মেলায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ স্টল সমূহকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।