পাবনা সদর উপজেলায় উদ্বোধন হলো ১ দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২
- প্রকাশিত সময় ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / 249
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে উপোজেলা চত্তরে বর্ণাঢ্য র্যালি করেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
সারাদেশের ন্যায় পাবনা সদর উপজেলা প্রশাসন আয়োজিত ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষ এ লাল ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর আব্দুর রব (বগা মিয়া) মিলনায়তনে মঙ্গলবার বেলা ১২.০০ টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহ্িমদা আকতার৷
এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ অতিথি পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব গোলাম আজম শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সহ অংশগ্রহণকারি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাহ্িমদা আকতার।
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এই মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৩টি স্টল অংশগ্রহণ করে। এসময় স্টলগুলোতে ডিজিটাল সেবাসমূহ, অর্জন, বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, পরিকল্পনা ও অগ্রগতী বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।