ভাঙ্গুড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ১০:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / 129
কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখা’র বার্ষিক সম্মেলন। প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মকবুল হোসেন এমপি। ছবি: স্বতঃকণ্ঠ
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখা’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১৫ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদস্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টারে উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা—৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মানুষের সেবার মাননিশ্চিত করে, জীবন রক্ষাকারী ঔষদ পণ্য বিক্রি করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তার কথাচিন্তা করে সঠিক মূল্য ও পদ্ধতি অনুসরণ করে ঔষদের ব্যবসা পরিচালনা করার আহব্বান জানান।সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হালিমা খানম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, সংরক্ষিত সদস্য আফিয়া সুলতানা আখি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, পাবনা জেলার ড্রাগ সুপার সুকর্ন আহম্মেদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখা’র সি: সহসভাপতি সাইদুর রশিদ খান পিন্টু,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রশিদুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মেলনে সবার সম্মতিক্রমে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি মোঃ আব্দুল আজিজকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২১জন সদস্য বিশিষ্ট বার্ষিক কমিটি নাম ঘোষণা করেন।