ভেড়ামারায় শিক্ষক বাবাকে থাপ্পড় মেরে কানের শ্রবণপর্দা ফাটালো ছেলে
- প্রকাশিত সময় ০৬:৫৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / 93
বাবা প্রধান শিক্ষক বিমল কুমার দেবনাথ (৭৯)-এর গালে জোরে থাপ্পড় দিলো ছেলে বিদ্বান কুমার (৪৫) দেবনাথ। থানায় পাল্টাপাল্টি অভিযোগ।
কুষ্টিয়ার ভেড়ামারায় ছেলের বিরুদ্ধে শিক্ষক বাবাকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধ। গত মঙ্গলবার সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভূক্তভোগীর ছোট ছেলে শুভ কুমার দেবনাথ বাদি হয়ে ওই দিন সন্ধ্যায় থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে রামচন্দ্রপুর ভবানীপুর সরকারি সাবেক প্রধান শিক্ষক বিমল কুমার দেবনাথ (৭৯) কে তার বড় ছেলে বিদ্বান কুমার (৪৫) তর্ক বির্তকের এক পর্যায়ে কষে এক থাপ্পড় মারেন। এতে শিক্ষক বিমল কুমার দেবনাথ মাটিতে লুটিয়ে পড়েন। তার কানের পর্দা ফেটে ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এসময় ছোট ছেলে শুভ কুমার দেবনাথ বাবাকে উদ্ধারে এগিয়ে আসলে বিদ্বান কুমারের স্ত্রী শ্রীমতী শুকলা রানী দেবনাথ ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং মারধর করতে থাকে।
পরে স্থানীয়রা এসে শিক্ষক বিমল কুমার দেবনাথ ও ছোট ছেলে শুভ কুমার কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিক্ষক বিমল কুমার দেবনাথের কানের পর্দা ফেটে গেছে বলে জানান চিকিৎসক। শুভ কুমার দেবনাথ বলেন, জমিজমা আত্মসাৎ করতে বড় ভাই বিদ্বান কুমার মাঝে মধ্যেই পারিবারিক কলহের সৃষ্টি করেন। আমাকে ও বাবাকে কটুক্তি করেন। আমার আরো দুই ভাই এই অশান্তির কারণে এলাকা ছেড়ে ভারতে চলে গেছেন।
তিনি আরো বলেন, এই অশান্তি ও কলহের মূল উদ্দেশ্য আমিও যেন জমি ছেড়ে চলে যাই। এখন আমাকে তাড়াতে বাবা তার পক্ষে না-থাকায় মাঝে-মধ্যেই বৃদ্ধ বাবাকে মারতে তেড়ে আসে। ইতিপূর্বে সে আমার মাকে মেরেছে। বিদ্বান কুমার দেবনাথ এ বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, আমার বাবার গায়ে হাত দিয়ে বড় অপরাধ করেছি। ঘটনার দিন বাবার কাছে জানতে চেয়েছি আমার প্রতি আপনার এত অত্যাচার কেন? বাবা এসময় বাজে মন্তব্য করলে মাথা ঠিক রাখতে না পেরে থাপ্পড় দিয়ে ছিলাম।
ভেড়ামারা থানার ওসির দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) প্রতাপ কুমার রায় বলেন, জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদ হয়। একারণে বড় ছেলে বিদ্বান কুমার শিক্ষক বাবাকে থাপ্পড় দিয়েছে বলে জানতে পেরেছি। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।