রাণীনগরে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

- প্রকাশিত সময় ০৭:২৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
- / 140

নওগাঁ থানা পুলিশ ৯ বছর ধরে পলাতক মাদক মামলা আসামী মহিদুল ইসলাম ইমরানকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। ছবি: স্বতঃকণ্ঠ
নওগাঁর রাণীনগরে মহিদুল ইসলাম ইমরান (৩৮) নামে এক মাদক মামলার পলাতক আসামিকে প্রায় ৯ বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে ওয়ারেন্টমূলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিদুল ইসলাম ইমরান উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ২০১২ সালে রাণীনগর থানায় মহিদুল ইসলাম ইমরানের বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। ওই মামলায় সে বেশ কয়েক মাস হাজত খেটে জেল থেকে বের হয়ে তিনি বিদেশ পালিয়ে যায়। এরপর ২০১৪ সালে আদালত তাকে গ্রেফতার করতে ওয়ারেন্টজারী করেন। ওই সময় সে বিদেশ পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। ওয়ারেন্টমুলে দীর্ঘ প্রায় ৯ বছর পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মহিদুল ইসলাম ইমরানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।