চাটখিলে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
- প্রকাশিত সময় ০১:৩০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / 119
নোয়াখালীর চাটখিলে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। ছবি: স্বতঃকণ্ঠ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা আয়োজিত অনুষ্ঠানে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাব্বান উল্লাহ প্রমুখ ।
প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। দুপুর ১১টায় দিকে চাটখিল উপজেলার কৃষকদের মাঝে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, মসুর ডাল ও খেসারি ডালের ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং কৃষি উপকরণ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন, রাসায়নিক সার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলো উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তারা এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ।