ভাঙ্গুড়ায় আবারও পৌনে দুই কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কার
- প্রকাশিত সময় ০৬:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০১৯
- / 103
ইসলাম পিপুল: বহুল প্রতিক্ষিত ভাঙ্গুড়া হাসপাতাল গেট থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত রাস্তাপাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে।
দুই দশমিক শূন্য পাঁচ কি.মি দৈর্ঘ্যের এই রাস্তার নির্মান ব্যায় ধরা হয়েছে প্রায় পৌনে দুই কোটি টাকা।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই নির্মান কাজ সম্পন্ন হবে। ভাঙ্গুড়া পৌর সভার সফল মেয়র গোলাম হাসনাইন রাসেল এই অনুষ্ঠান উদ্বোধন করেন।
ভাঙ্গুড়া করিমন স্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হাসনাত নটুর সঞ্চালনায় অনুষ্ঠানে রাস্তা নির্মানের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পৌর প্রকৌশলী মিনহাজুর রহমান।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, পৌর ছয় নয় ওয়ার্ড আ.লীগের সভাপতি ডা. শফিউল ইসলাম, সাবেক কাউন্সিলর রেজাউল করিম বাচ্চু।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। রাস্তা নির্মানে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে বলে কথা দেন এই রাস্তা নির্মানের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আয়নাল হক শাহ।
তার সাথে একাত্মা প্রকাশ করেন রাস্তা নির্মানের কাজ পাওয়া অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধানগন।