সাঁথিয়ায় রাস্তায় ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে ২ হাজার টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০১:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / 112
শনিবার বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মনোহরদী গ্রামে রাস্তায় মেশিন দিয়ে ধান মাড়াই ও খড় শুকানো ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে শাহীন নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ছবি: স্বতঃকণ্ঠ
পাবনার সাঁথিয়ায় রাস্তায় ধান মাড়াই ও খড় শুকানোর দায়ে শাহীন আলম নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মনোহরদী গ্রামে রাস্তায় মেশিন দিয়ে ধান মাড়াই ও খড় শুকানোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যজিস্টেট মনিরুজ্জামান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মনোহরগাতি গ্রামে রাস্তায় ধান মাড়াই ও খড় বিছিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং জনসাধারণের চলাচলের রাস্তায় গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই গ্রামের শাহীন নামের এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যজিস্টেট মনিরুজ্জামান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।