দৌলতপুরে সাধুসঙ্গ বাউলদের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানবন্ধন
- প্রকাশিত সময় ১২:৪৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / 168
দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে সাধুসঙ্গ বাউলদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবিতে পাবনায় রবিবার (২০ নভেম্বর) সকালে কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া ভক্তবৃন্দের আয়োজনে হামিদ রোর্ড প্রেসক্লাবের সামনে মানববন্ধন। ছবি: স্বতঃকণ্ঠ
দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া গ্রামে সাধুসঙ্গ বাউলদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) সকালে কুলনাশা বাউল সঙ্গ গাছপাড়া ভক্তবৃন্দের আয়োজনে পাবনা হামিদ রোর্ড প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানবন্ধন হয়।
পাবনা গাছপাড়া কুলনাশা বাউল সঙ্গ সভাপতি রাজীব পবনের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্যদেন সুজানগর সম্মীলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তৌফাজ্জাল তৌফা,বাউল রবিউল ইসলাম রনি, মাহমুদুল হাসান হালিম বয়াতী, তমাল,সাত্তার ফকির ভক্তবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালন অনুসারী ভক্তরা সাধুরা খুবই শান্তশিষ্ট প্রকৃতির মানুষ। তারা কোনো প্রকার অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয় না। সাধুদের উপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার দাবি জানান বক্তারা।
গত ৫ নভেম্বর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লাউবাড়িয়া এলাকায় পলান ফকিরের বাড়িতে সমবেত হয়েছিলেন সাধুরা। সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আট নারী-পুরুষ লালন ভক্ত। এ ঘটনায় দৌলতপুর থানায় ১৯ জনকে আসামি করে থানায় মামলা করেন পলান ফকির। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।