উত্তরবঙ্গ ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
- প্রকাশিত সময় ০৯:১৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / 92
শাহজাদপুরে ট্যাংকলরী ঘর্মঘটের প্রথম দিন গতকাল রবিবার স্ট্যান্ডে সারিবদ্ধভাবে ট্যাংকলরীকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ছবি: স্বতঃকণ্ঠ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী সমবায় ইউনিয়নে ডাকাতির ১০দিন পার হলেও কোন কিছু উদ্ধার না হওয়াতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন উত্তরবঙ্গে জ্বালানি তেল পরিবহণ ও সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গত ১০ই নভেম্বর দিবাগত রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ টাংকলরী শ্রমিক ইউনিয়ন, নয়নের আলো সমিতি, পরিবহণ সমিতি, মোটর শ্রমিক বহুমুখী কর্মচারী সমিতি মোট চারটি প্রতিষ্ঠানে দূর্ধর্ষ ডাকাতি করে ৪৩ লাখ ৫০ হাজার টাকা সহ প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট লুটপাট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের গ্রেফতারসহ টাকা ও প্রয়োজনীয় মালামাল উদ্ধারের দাবিতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট শুরু করেছে। গতকাল রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম। এ ছাড়া একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ। ধর্মঘটের বিষয়ে উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি মানিক মির্জা জানান, দীর্ঘ ১০ দিন পাড় হলেও এ দূর্ধর্ষ লুটপাট ও ডাকাতির কোন কিছুই উদঘাটন হয়নি। তাই আমরা ধর্মঘট করতে বাধ্য হয়েছি। যতদিন বিষয়টি উদঘাটন না হবে ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব। প্রয়োজনে সারা দেশব্যাপী ধর্মঘট আহবান করব।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, আমরা প্রশাসনের পক্ষ থেকে উক্ত দূধর্ষ ডাকাতির ঘটনা উদ্ঘাটনের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা চালাচ্ছি এবং ট্যাঙ্কলরী সমবায় ইউনিয়নসহ ভুক্তভোগী সকল প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তা উদঘাটন করার প্রয়োাজনীয় ব্যবস্থা করে যাচ্ছি।
এদিকে গতকাল থেকে উত্তরবঙ্গে কোন তেল সরবরাহ হয়নি।