চাঁপা মসজিদে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩য় তলার ওযুখানার নির্মাণ কাজ উদ্বোধন
- প্রকাশিত সময় ০৩:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 87
গতকাল সোমবার সকালে পাবনার ঐতিহ্যবাহী চাঁপা বিবি ওয়াকফ্ মসজিদ এর ৩য় তলার ওযুখানার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজ উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক ও চাঁপা বিবি ওয়াকফ্ধসঢ়; মসজিদ কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেন।
ওযুখানার নির্মাণ ব্যয় হবে প্রায় ৩০ লাখ টাকা। এতে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লি: এর এমডি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস ৩ লাখ টাকা দান করার তাৎক্ষণিক ঘোষণা দেন।
চাঁপা বিবি ওয়াকফ্ মসজিদের ৩য় তলার ওযুখানার নির্মাণ কাজ উপলক্ষ্যে এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠনের আয়োজন করা হয়। এতে আলোচনায় অংশ নেন চাঁপা মসজিদের মোতাওয়াল্লি ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব হারুনর রশীদ খান লালজু, বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ¦ আব্দুস সাত্তার বিশ্বাস, অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং স্কয়ারের আবাসিক পরিচালক দবির উদ্দিন আহমেদ, আলহাজ¦ মোক্তার হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং গণমাধ্যম কর্মীরা।
চাঁপা মসজিদের মোতাওয়াল্লি ও বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব হারুনর রশীদ খান লালজু ওযুখানা নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে বলে জানান। এতে বিভিন্নজনের কাছ থেকে সংগৃহীত দানের অর্থে তা ব্যয়িত হবে বলে জানান হয়। পাবনার জেলা প্রশাসক ও চাঁপা বিবি ওয়াকফ্ধসঢ়; মসজিদ কমিটির সভাপতি বিশ্বাস রাসেল হোসেন ওযুখানার নির্মাণ কাজ উদ্বোধন করেন। শেষে মসজিদের ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মো: আব্দুল হান্নান মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশবাসীর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য পাবনার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ হলো চাঁপা মসজিদ। এটি অন্তত: তিন শ’ বছর আগে নির্মত হয় বলে প্রবীণজনরা অনুমান করেন। চাঁপাবিবি নামের একজন মহীয়সী রমণী এ মসজিদটির জায়গা দান করেন বলেও জানা যায়। এখন মসজিদে অন্তত: ৪ হাজার মুসুল্লি এক সাথে জুমার নামাজ আদায় করতে পারেন।