বিরামপুরে নতুন আলু ৮০ টাকা কেজি
- প্রকাশিত সময় ০৭:১৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / 112
দিনাজপুরের বিরামপুরে বাজারে উঠেছে শীতকালীন আগাম জাতের আলু। বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বছরের নতুন আলু দেখে খুশি ক্রেতারা, দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না নিম্নআয়ের মানুষ। তবে সপ্তাহখানেক পর দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।
বিরামপুর সবজি বাজার ঘুরে দেখা যায়, বছরের প্রথম আগাম জাতের আলু বাজারে কয়েকটি দোকানে তোলা হয়েছে। ৮০ টাকা কেজি হিসাবে এসব আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। যশোর থেকে ৭০ টাকা কেজি পাইকারি কিনে আনছেন তারা। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু।
বিরামপুরে বাজারে সবজি কিনতে আসা রায়হান কবির বলেন, সবজি কিনতে আসছি। আলু তো প্রায় সব তরকারিতেই খেতে হয়। পুরাতন আলু কিনতে গিয়ে দেখি নতুন আলু উঠেছে। দাম তো অনেক বেশি, তবুও শখ করে আধা কেজি ৪০ টাকা দিয়ে কিনলাম।
মোস্তাকিম হোসেন নামে এক ক্রেতা বলেন, নতুন আলুর স্বাদই আলাদা। কেবল বাজারে ওঠা শুরু হয়েছে। দাম বেশি, তবুও ৪০ টাকা দিয়ে এক কেজি কিনলাম।
বিরামপুর বাজারে সবজি ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, আজকে প্রথম নতুন আলু দোকানে তুলেছি। যশোর থেকে ৭০ টাকা কেজি দরে পাইকারি কিনে এনেছি। দাম বেশি হলেও অনেকেই কিনছেন। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।