অনাবাদি পতিত জমিতে আবাদ বাড়াতে ঈশ্বরদীতে কৃষক সমাবেশ
- প্রকাশিত সময় ০১:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
- / 145
অনাবাদি পতিত জমিতে আবাদ বাড়াতে ঈশ্বরদীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন।
অনাবাদি পতিত জমিতে চাষাবাদের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত কল্পে কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মুন্নাফ।
এসময় উপজেলা কৃষক লীগের যুগ্ন– আহব্বায়ক মুরাদ আলী মালিথা, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক কপি বারি, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মুতমাইন্না সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদীর উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষক সমাবেশে বক্তারা বলেন, পতিত জমি চাষের আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। এসময় অনাবাদি পতিত জমিতে আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দেন।