ভেড়ামারায় বিশ্ব এন্টিমাইক্রোবায়াল সচেতনতা সপ্তাহ পালন
- প্রকাশিত সময় ০২:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / 103
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উপলক্ষে সেমিনার। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ছবি: স্বতঃকণ্ঠ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ-২০২২ উপলক্ষে সেমিনার ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিডিসি স্বাস্থ্যঅধিদপ্তর ঢাকার রোগ নিয়ন্ত্রণ বিভাগের এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে সেমিনারে মূল আলোচনা রাখেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন ও আলোচনা রাখেন, ডাঃ সোনিয়া ঘোষ। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা সুলতানা পলি, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, জাহিদ হাসান প্রমূখ।
সেমিনার শেষে হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, অনান্য কর্মকর্তা, স্টাফ নার্স, সিএইচসিপিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন। সভায় এন্টিবায়টিকের অপ ব্যবহার রোধ, এন্টিবাইটিক অপ ব্যবহারের ক্ষতি ও সঠিক ব্যবহারে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।