কৃষকের পলক, শ্রমিকের পলক
- প্রকাশিত সময় ০৫:১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / 337
আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে চলন্ত গাড়ি থেকে ডাকে সিংড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের চকসিংড়া শাহপাড়া মহল্লার শ্রমিক আব্দুল লতিফের আহ্বানে স্থানীয় শ্রমিক-কৃষকের সাথে চা দোকানে বসে চা পান করলেন। ছবি: স্বতঃকণ্ঠ
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপিকে চলন্ত গাড়ি থেকে ডাকে সিংড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের চকসিংড়া শাহপাড়া মহল্লার শ্রমিক আব্দুল লতিফ। একজন সাধারণ শ্রমিকের ডাকে প্রতিমন্ত্রী এসে কৃষক-শ্রমিকদের সাথে চা স্টলে বসে চা খেলেন। গতরাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে পথিমধ্যে চা চক্রে মিলিত হন তিনি। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি কৃষক, শ্রমিক, ব্যবসায়ীর সাথে একই টেবিল-চেয়ারে বসে চা পান করেন প্রতিমন্ত্রী পলক।
এসময় চা চক্রের মাধ্যমে সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজ খবর নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অপরদিকে সাধারণ বেশে একজন প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। ক্ষণিকের চায়ের আড্ডায় যেন নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী আসার পথে পথে, মোড়ে মোড়ে, পাড়া-মহল্লায় বিভিন্ন চায়ের দোকানে বসে চা চক্রে মিলিত হন পলক। এর আগে সিংড়া উপজেলার কলম ও চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে চাঁদপুর বলিয়াবাড়িতে একটি ইসলামি মাহফিলে অংশগ্রহণ শেষে বাসায় ফেরেন প্রতিমন্ত্রী।
সিংড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তপন জানান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চায়ের দোকানে সাধারণ বেশে বেঞ্চে বসে চা খেতে দেখে উৎসুক মানুষজন ভিড় জমাতে থাকেন। কর্মী-সমর্থকরাও খবর পেয়ে ছুটে আসেন এবং তাকে কাছে পেয়ে একসঙ্গে বসে চায়ের আড্ডায় মিলিত হন। গল্প আড্ডার মধ্য দিয়ে সবার খোঁজ খবর নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান তিনি।