ফেনীতে পাগলা কুকুরের উপদ্রব: আহত ১৮
- প্রকাশিত সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
- / 92
ফেনীর দাগনভূঞায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৮ জন পথচারী আহত হয়েছে। তাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধ রয়েছে। আহতরা ফেনী জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার থেক দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শুক্রবার বিকাল পর্যন্ত মোট ১৮ জন আহত হয়েছে। উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মকবুলের টেক, রামনগর, মোহাম্মদপুর ও দক্ষিণ করিমপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে আরো অনেক পথচারী আহত হয়। গুরুতর আহত রামনগরের শিশু আইয়ান (২), আবদুল্লাহ (৫)কে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামনগরের ১৫ মাস বয়সী তাওসান হাসান, মোহাম্মদপুর গ্রামের আশিক (৮) ও অন্তরকে (১০) দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ব্যক্তিদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নেয়া হয়েছে বলে জানা যায়।
রামনগর গ্রামের যুবক মো. শাহাদাত হোসেন জানান, হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করে অভিভাবকদের সচেতন করা হয়েছে।