বিজ্ঞপ্তি :
পাবনায় কর্মরতদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের
পাবনা প্রতিনিধি:
- প্রকাশিত সময় ১১:২৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- / 88
২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৪০জন শিক্ষার্থী পেলো স্কয়ার টয়লেট্রিজের শিক্ষাবৃত্তি। বৃত্তিপ্রাপ্তদের সঙ্গে প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক। ছবি: স্বতঃকণ্ঠ
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনায় কর্মরত সহকর্মীদের সন্তানদের মধ্যে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বিকেলে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মিলনায়তনে এসব শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক।
এ উপলক্ষে আয়েজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, মানব স¤পদ উন্নয়ন বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক আব্দুল হান্নান, ব্যবস্থাপক হারুন-উর-রশিদ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপক দেলোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।