ভাঙ্গুড়ায় সংসদ সদস্যের আরোগ্য কামনায় দোয়া মাহফিল

- প্রকাশিত সময় ০৬:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
- / 104
ইসলাম পিপুল: পাবনা জেলা আ.লীগের সহ সভাপতি পাবনা তিনের (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) সাংসদ ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেনর দ্রুত আরোগ্য কামনা করে ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে সিএনজি স্ট্যান্ড চত্বরে এই দোয়া করা হয়।
বুধবার সকালে ঢাকায় সংসদ সদস্য মকবুল হোসেনের পিত্তথলির পাথর অপারেশনের মাধ্যমে অপসারন করা হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান প্রধান, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি।
সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আজাদ খাঁন, জেলা পরিষদের সদস্য আছলাম আলী, এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসময় সবাই একযোগে মহান সৃষ্টিকর্তার কাছে আলহাজ্ব মকবুল হোসেনের আরোগ্য কামনায় দোয়া করেন। দোয়ার পরে সবার মাঝে মিষ্টান্ন বিতরন করা হয়।