পাবনা জেলা মটর মেকানিক্স ইউনিয়নের ২০২৩- ’২৫ সনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
- প্রকাশিত সময় ০৫:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / 68
সোমবার জামেয়া আশরাফিয়া মাদরাসার উত্তর পাশে আনাই এর গ্যারেজ চত্ত্বেও সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটি প্রধান ছায়েন উদ্দিন, সহ নির্বাচন পরিচালক মজির রহমান কমিটির সদস্য শহিদুল ইসলাম ও রফিক। নির্বাচনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক, সহকারী প্রিজাইড্রিং কর্মকর্তা হিসেবে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শামিম ইসলাম সহ সম্পাদক দুলাল মোল্লা, পর্যক্ষেক হিসেবে পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম ও মজিবর রহমান।
৫ ডিসেম্বর নির্বাচনে যে সকল পদে প্রার্থীগণ নির্বাচন করেন তা নিম্নরূপ।
১। সহসাধারণ সম্পাদক পদে, মোঃ আলামিন মার্কা মোটর সাইকেল তার প্রাপ্ত ভোট ১১৬ তার প্রতিদন্দ্বি মোঃ জুয়েল সরদার মার্কা সেলাইরেঞ্চ প্রাপ্ত ভোট ৪৮, আলামিন ৬৮ ভোট বেশী পেয়ে জয় লাভ করেন।
২। কোষাধ্য পদে মোঃ আবুল হোসেন মার্কা বাই সাইকেল প্রাপ্ত ভোট ৫৪ তার প্রদিন্দ্বি মোঃ আবতাবুল আলম লিটন মার্কা মই প্রাপ্ত ভোট ১০৯, লিটন ৫৫ ভোট বেশী পেয়ে জয় লাভ করেন।
৩। প্রচার সম্পাদক পদে আব্দুল মান্নান মানু, মার্কা ময়ুর প্রাপ্ত ভোট ৯০ তার প্রতিদন্দ্বি শরিফুল ইসলাম গোল্লা মার্কা মাইক প্রাপ্ত ভোট ৭৭, মানু ১৩ ভোট বেশী পেয়ে জয় লাভ করেন।
৪। কার্যকরী সদস্য পদে সাজ্জাদ হোসেন মার্কা খেঁজুর গাছ প্রাপ্ত ভোট ১০৯ মোঃ শামীম মার্কা ফুটবল প্রাপ্ত ভোট ৫৫, মোঃ মুন্না মার্কা টায়ার প্রাপ্ত ১১৭ ভোট সাজ্জাদ হোসেন খেঁজুর গাছ ১০৯ ভোট পেয়ে ২ জন জয় লাভ করেন।
এছাড়াও গত ২৭ তারিখে ঘোষণায় বিনা প্রতিদন্দ্বিতায় জয়লাভ করেন যথাক্রমে সভাপতি মোঃ বারিক হোসেন, সাধারণ সম্পাদব মোঃ কামাল হোসেন সহ সভাপতি পদে আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক সাগর আলী দপ্তর সম্পাদক মোঃ পলাশ। খবর প্রেস বিজ্ঞপ্তির।