বাংলাদেশ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে নতুন নিয়োগ
- প্রকাশিত সময় ০৩:৫০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / 120
প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন মুখ্য সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আর সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।
গতকাল বুধবার এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মুখ্য সচিব পদে তোফাজ্জল হোসেন মিয়া বিদায়ী মুখ্য সচিব আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হচ্ছেন। আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যাচ্ছেন। পরবর্তী তিন বছরের জন্য তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে যাচ্ছেন। এ জন্য মুখ্য সচিবের পদমর্যাদায় তাঁকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব পদেও পরিবর্তন আসছে বলে প্রশাসনে আলোচনা চলছে। এ মাসের মাঝামাঝিতে বর্তমান মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে। এই পদে নতুন মুখ আসতে পারে বলে প্রশাসনের সূত্রগুলো জানিয়েছে। যদিও এ বিষয়টি পুরোপুরি সরকারের শীর্ষপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।