বিরামপুর ও বীরগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত
- প্রকাশিত সময় ১২:২৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / 91
বুধবার (৭ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় দনিাজপুরে পৃথক স্থানে ৩ জন নিহত হয়েছেন। বিরামপুর থানার উপ পরিদর্শক বাবুল ইসলাম জানিয়েছেন, সকাল পৌনে ৯ টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক এবং নারী আরোহী নিহত হয়েছেন।
উদ্ধার হওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহত দুইজন হলেন, দিনাজপুর শহরের রেলকলোনীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮) এবং আরোহী সেলিনা (২৮) সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে। ঘাতক বিআরটিসির বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে দিনাজপুরের বীরগঞ্জের বড় করিমপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। আজ বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল চালকের নাম মাওলানা হযরত আলী (৫৬)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে।
বীরগঞ্জ থানার উপ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় শরীর থেতলে দুর্ঘটনা স্থলে প্রাণ হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটর সাইকেলে তিনি একাই ছিলেন।