সিসিটিভি ফুটেজ ফেসবুকের পোস্ট : সন্ধান মিলল অটোভ্যান চোর চক্রের
- প্রকাশিত সময় ০২:১৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / 124
পাবনার ভাঙ্গুড়ায় ফেসবুকে চুরির সিসিটিভি ফুটেজ শেয়ার করার পর ২০ টির অধিক ব্যাটারি চালিত অটোভ্যান চুরির সাথে জড়িত একটি চক্রকে সনাক্ত করেছে পুলিশ।
গত মঙ্গলবার ভাঙ্গুড়া পৌরশহর থেকে একটি ভ্যান চুরি হলে ওই চোরের ছবি সহ ফুটেজ ফেসবুকে শেয়ার দেন পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। এর সূত্র ধরে চুরির যাওয়া অটো ভ্যান উদ্ধার করা সহ পুরো চক্রের সন্ধান পায় পুলিশ। বৃহস্পতিবার এই চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাতে শহরের মণ্ডল মোড় থেকে ইউনুস আলী (৬০) নামে এক ব্যক্তির অটোভ্যান চুরি করে পালায় এক যুবক। এরপর সিসিটিভি ফুটেজে ওই চোরকে দেখা যায়। ওই ফুটেজ পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল ফেসবুকে শেয়ার করে চোরকে সনাক্তে সকলের সহযোগিতা চান। ফেসবুকের ছবি দেখে ভ্যান চোর রাসেল ও রিন্টুকে চিনতে পেরে তাদের প্রতিবেশীরা পৌর মেয়রকে জানায়। পরে স্থানীয় কাউন্সিলর ইমরান সহ কয়েকজন যুবক দুই চোরকে আটকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সঙ্গে জড়িত ভাঙ্গুড়ার ভেড়ামারা বাজারের অটোরিকশার দোকানদার তরিকুল ইসলাম সহ কয়েকজনের কথা জানায়।
রিন্টু ও রাসেল সহ তাদের চক্রের আরো সদস্য ভাঙ্গুড়া সহ আশেপাশের উপজেলায় প্লাস্টিকের বোতল খেঁাজার অজুহাতে সারা শহর ঘুরে বেড়ায়। এ সময় তারা সুযোগ পেলেই অটো ভ্যান চুরি করে নিয়ে ভেড়ামারা বাজারের তরিকুল ইসলামের কাছে নিয়ে যায়। তরিকুল ইসলাম ৫ মিনিটের মধ্যে ওই ভ্যানের সকল যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলে। পরে এই যন্ত্রাংশ বাহিরে বিক্রি করে তারা। এসব ভ্যানের মূল্য প্রায় এক লাখ টাকা হলেও চোরদেরকে ১৫ থেকে ২০ হাজার টাকা করে দেয় তরিকুল। ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হোসাইন রাসেল বলেন, প্রায়ই শহর থেকে অটোভ্যান চুরি হচ্ছে। এটা ঠেকাতে সারা শহরে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এখন এই এক চোরকে ধরার পরে পুরো একটি চক্রের অনুসন্ধান মিলেছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, অনুসন্ধান করে চোর চক্রের সাথে জড়িত সকলকেই আটকের চেষ্টা চলছে। – বার্তা সংস্থা পিপ (পাবনা)