সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু
- প্রকাশিত সময় ০৮:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / 108
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল, ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন, অভিযোগপ্রতিকারব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি এবং তথ্য অধিকার শীর্ষক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়েরঅ্যাকাডেমিক ভবন-২-এর কম্পিউটার ল্যাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয়উপাচার্য বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
দেশ প্রেমিক দক্ষ মানব সম্পদ তৈরির জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
সুদক্ষ কর্মী ও সাংগঠনিক লক্ষ্য অর্জনে কর্মীপ্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ানএকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌসজামান।
রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আই-কিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার।