পাবনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭দিনব্যাপী বিজয় উৎসব শুরু
- প্রকাশিত সময় ১১:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / 93
শনিবার সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ছবি: স্বতঃকণ্ঠ
পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে ৭দিন ব্যাপী বিজয় উৎসব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭দিনব্যাপী এ উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যকে হত্যা করা হয়েছিল। এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে সূত্রপাত করেছিলেন বঙ্গবন্ধু। তার উত্তরাধিকার বঙ্গবন্ধু কন্যা এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ কারনে আজকে বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল হিসেবে স্বীকৃত।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী,পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমুখ।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আওয়ামী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।