ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঘরে ফিরল না ছেলে মোত্তাসিম, অধরাই থেকে গেলে মায়ের স্বপ্ন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ০৩:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 193

পুত্র মোত্তাসিমকে হারিয়ে মায়ের আহাজারি। ছবি: স্বতঃকণ্ঠ


স্বপ্ন ছিল বিদেশ গিয়ে অর্থ উপার্জন করে গড়বেন একটি সুখের নীড়। বসবেন বিয়ের আসরে। বিয়ে করে স্ত্রী ও মাকে নিয়ে কাটাবেন বাঁকিটা জীবনের পথ। দূর করবেন মায়ের যত দুঃখ। কিন্তু নিয়তির কি পরিহাস! একটি দুর্ঘটনায় সব স্বপ্ন ছেলের রক্তের সাথে ভেসে গেল সেই দুখিনী মায়ের। নিভে গেলে দুখিনী মায়ের সুখের হাসি হাসার দিনগুলো। স্বপ্ন রয়ে গেলো স্বপ্ন। ফিরলো না ছেলে আর বাড়ি।

বলছিলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজ পাড়া গ্রামের টগবগে যুবক মোত্তাসিম বিল্লাহ’র (২৫) কথা। রোববার (১১ ডিসেম্বর) ভোরে যাত্রিবাহী নাইটকোচ-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মোত্তাসিম বিল্লাহ। এঘটনায় নিহত হন আরো দু’জন।

নিহত অপর ব্যাক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দূর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ চালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাব রহমানের ছেলে পিকআপের সহকারী আজিজুর রহমান নিশান (২৪)।

মোত্তাসিম বিল্লাহ্

নিহত মোত্তাসিমের খালা উম্মাহানী ও খালু আবু তালহা জানান, বিশ বছর পূর্বে পাবর্তীপুর উপজেলার মহেশপুর গ্রামের নুরুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা বেগমের। সেখানে মোত্তাসিম বিল্লাহসহ তার এক ভাই এক বোনের জন্ম হয়। বিয়ের ৫ বছর পরেই পারিবারিক কলহের কারণে বাবা নুরুল ইসলামের সাথে ও তার মা আয়েশা বেগমের বিচ্ছেদ ঘটে। শিশু মোত্তাসিম বিল্লাহকে নিয়ে তার মা আয়েশা বেগম চলে আসেন ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজ পাড়ায় বাবার বাড়ী। সে সময় বাড়ীতে বাধ্য হয়ে স্বামীর বাড়ীতে রেখে আসতে হয় একটি কন্যা ও একটি ছেলে সন্তান। তারপর আর সেখানে ফিরে যায়নি আয়েশা। তার স্বামীও তাদের খেঁাজ নেয়নি। এরপর থেকে শুরু হয় কষ্টের জীবন। ছেলে মোত্তাসিম বিল্লাহকে বুকে আগলে রেখে বাবার বাড়ীতেই চলছিল তার জীবন। এরই মাঝে মোত্তাসিম বিল্লাহ এসএসসি পাশ করে পাড়ি জমান ঢাকার এক পোশাক কারখানায়। সেখানে উপার্জন করে তার মাকে সহযোগিতার পাশাপাশি সে স্থানীয় শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে হিসাববিজ্ঞান বিভাগের ২য় বিভাগে পড়াশুনা করছিল। সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই তার মা আয়েশা বেগমও স্থানীয় একটি জুট মিলে শ্রমিকের কাজ করেন।

এদিকে তার বড় মামা সৌদি প্রবাসী শাহাজান মোত্তাসিমকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ইতিমধ্যে মোত্তাসিম বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে মেডিকেলও করেছেন। তার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে টাকা উপার্জন করে দুখিনি মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু ভাগ্যের কী পরিহাস!

অসুস্থ নানীকে দেখতে শনিবার বাস যোগে ঢাকা থেকে দিনাজপুর ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় মোত্তাসিম। গত রোববার ভোরে ঘুমের ঘোরে ভুলে ফুলবাড়ীতে নামতে না পেরে দিনাজপুর চলে যান। পরে বাস না পেয়ে একটি পিকাপে চড়ে ফুলবাড়ীতে আসছিল মোত্তাসিম। এরই মাঝে রোববার ভোর ৫টায় ফুলবাড়ী—দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রান হারায় মোত্তাসিম বিল্লাহ। এতে একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে মা আয়েশা বেগম কেঁদে কেঁদে দিশেহারা। আহাজারিতে মোত্তাসিমের পরিবারে নেমে আশে শোকের ছায়া। রোববার দুপুরে পুলিশ তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করলে আদর্শ কলেজ পাড়া গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারদের কোনো অভিযোগ না থাকায়,মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে কোতোয়ালী থানায় রাখা হয়েছে এবং পিকআপটি থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘরে ফিরল না ছেলে মোত্তাসিম, অধরাই থেকে গেলে মায়ের স্বপ্ন

প্রকাশিত সময় ০৩:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

স্বপ্ন ছিল বিদেশ গিয়ে অর্থ উপার্জন করে গড়বেন একটি সুখের নীড়। বসবেন বিয়ের আসরে। বিয়ে করে স্ত্রী ও মাকে নিয়ে কাটাবেন বাঁকিটা জীবনের পথ। দূর করবেন মায়ের যত দুঃখ। কিন্তু নিয়তির কি পরিহাস! একটি দুর্ঘটনায় সব স্বপ্ন ছেলের রক্তের সাথে ভেসে গেল সেই দুখিনী মায়ের। নিভে গেলে দুখিনী মায়ের সুখের হাসি হাসার দিনগুলো। স্বপ্ন রয়ে গেলো স্বপ্ন। ফিরলো না ছেলে আর বাড়ি।

বলছিলাম দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজ পাড়া গ্রামের টগবগে যুবক মোত্তাসিম বিল্লাহ’র (২৫) কথা। রোববার (১১ ডিসেম্বর) ভোরে যাত্রিবাহী নাইটকোচ-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান মোত্তাসিম বিল্লাহ। এঘটনায় নিহত হন আরো দু’জন।

নিহত অপর ব্যাক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দূর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকাআপ চালক ওলিউল্লাহ (২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাব রহমানের ছেলে পিকআপের সহকারী আজিজুর রহমান নিশান (২৪)।

মোত্তাসিম বিল্লাহ্

নিহত মোত্তাসিমের খালা উম্মাহানী ও খালু আবু তালহা জানান, বিশ বছর পূর্বে পাবর্তীপুর উপজেলার মহেশপুর গ্রামের নুরুল ইসলামের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় আয়েশা বেগমের। সেখানে মোত্তাসিম বিল্লাহসহ তার এক ভাই এক বোনের জন্ম হয়। বিয়ের ৫ বছর পরেই পারিবারিক কলহের কারণে বাবা নুরুল ইসলামের সাথে ও তার মা আয়েশা বেগমের বিচ্ছেদ ঘটে। শিশু মোত্তাসিম বিল্লাহকে নিয়ে তার মা আয়েশা বেগম চলে আসেন ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজ পাড়ায় বাবার বাড়ী। সে সময় বাড়ীতে বাধ্য হয়ে স্বামীর বাড়ীতে রেখে আসতে হয় একটি কন্যা ও একটি ছেলে সন্তান। তারপর আর সেখানে ফিরে যায়নি আয়েশা। তার স্বামীও তাদের খেঁাজ নেয়নি। এরপর থেকে শুরু হয় কষ্টের জীবন। ছেলে মোত্তাসিম বিল্লাহকে বুকে আগলে রেখে বাবার বাড়ীতেই চলছিল তার জীবন। এরই মাঝে মোত্তাসিম বিল্লাহ এসএসসি পাশ করে পাড়ি জমান ঢাকার এক পোশাক কারখানায়। সেখানে উপার্জন করে তার মাকে সহযোগিতার পাশাপাশি সে স্থানীয় শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে হিসাববিজ্ঞান বিভাগের ২য় বিভাগে পড়াশুনা করছিল। সংসারের খরচ জোগাতে হিমশিম খেতে হয়, তাই তার মা আয়েশা বেগমও স্থানীয় একটি জুট মিলে শ্রমিকের কাজ করেন।

এদিকে তার বড় মামা সৌদি প্রবাসী শাহাজান মোত্তাসিমকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ইতিমধ্যে মোত্তাসিম বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে মেডিকেলও করেছেন। তার স্বপ্ন ছিল বিদেশ গিয়ে টাকা উপার্জন করে দুখিনি মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবেন। কিন্তু ভাগ্যের কী পরিহাস!

অসুস্থ নানীকে দেখতে শনিবার বাস যোগে ঢাকা থেকে দিনাজপুর ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয় মোত্তাসিম। গত রোববার ভোরে ঘুমের ঘোরে ভুলে ফুলবাড়ীতে নামতে না পেরে দিনাজপুর চলে যান। পরে বাস না পেয়ে একটি পিকাপে চড়ে ফুলবাড়ীতে আসছিল মোত্তাসিম। এরই মাঝে রোববার ভোর ৫টায় ফুলবাড়ী—দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো রাইস মিলের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রান হারায় মোত্তাসিম বিল্লাহ। এতে একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে মা আয়েশা বেগম কেঁদে কেঁদে দিশেহারা। আহাজারিতে মোত্তাসিমের পরিবারে নেমে আশে শোকের ছায়া। রোববার দুপুরে পুলিশ তার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করলে আদর্শ কলেজ পাড়া গোরস্তানে তার দাফন সম্পন্ন করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারদের কোনো অভিযোগ না থাকায়,মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করে কোতোয়ালী থানায় রাখা হয়েছে এবং পিকআপটি থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।