শাহজাদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত
- প্রকাশিত সময় ১০:১৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / 113
শাহজাদপুরে ডিজিটাল মেলার শুরুতে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তের আয়োজিত এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহদত হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক,মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তের সহকারি প্রগ্রামার মোছাঃ মাহবুবা আলম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা গন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।