এরাবিয়ান ফুড এন্ড রেস্টুরেন্ট-এর যাত্রা শুরু পাবনায়
- প্রকাশিত সময় ০১:১৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- / 64
পাবনা শহরের রুপকথা রোর্ডের তুষ্ট কমপ্লেক্সে (আইন কলেজের সামনে) উদ্বোধন হলো এরাবিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে। তার প্রধান ব্রাঞ্চ মিডিলইস্ট বাহরাইন এবং দ্বিতীয় ব্রাঞ্চ পাবনা। দেশি-বিদেশি ভোজন বিলাসীদের কথা মাথায় রেখে এরাবিয়ান ফুড এন্ড রেস্টুরেন্ট যাত্রা শুরু হয়েছে। এখানে এরাবিয়ান ফুড, চিকেন টিক্কা, মিট টিক্কা, মিট কাবাব, চিকেন কাবাব, গ্রীল চিকেন, পিজ্জা, পাচতা, চাইনিজ ফুড, এরাবিয়ান রাইচ সহ এখানে হরেক রকম হট ও কোল্ড কফি, আইসক্রিম, কেক-পেস্ট্রির সাথে রয়েছে মজাদার সব বাংলা ও চাইনিজ খাবার।
সোমবার দুপুরে শাহেদ ইসমাইল এর সভাপতিত্বে ফিতা কেটে এরাবিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টটি উদ্বোধন করেন পাবনা জেলা আ.লীগের সভাপতি রোজাউল রহিম লাল। এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সদর থানা আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন সহ আরো অনেকে।
এ বিষয়ে এরাবিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টের পরিচালক শাহেদ ইসমাইল জানান, জমকালো ডেকোরেশনের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে বাহারাইন থেকে প্রশিক্ষিত সেফ দ্বারা পরিচালিত ও খাবারের গুণগত মান নিশ্চিত করাসহ জীবানুমুক্ত হালাল ও টাটকা খাবারের নিশ্চয়তা দিচ্ছি আমরা।