সবারই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা উচিত – এমপি প্রিন্স
- প্রকাশিত সময় ১২:০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / 101
পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে তিনি বলেন, আজকের এই দিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই মানুষ সুখী সমৃদ্ধশালী একটি দেশে বাস করছে। আর যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক না দিত তাহলে হয়তো এ দেশ স্বাধীন হতো না। এদেশের মানুষও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেত না।
তিনি বলেন,বর্তমান তরুণ ও নতুন প্রজন্মের অনেকেই আমাদের গৌরবময় সোনালি ইতিহাস ভালো করে জানে না। তাই আমাদের সবার উচিত দেশের ইতিহাস জানা।
সবারই উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফসল এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু’র পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসন
মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচী।
পরে জেলার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও দূর্জয় পাবনাস্থ পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ প্রশাসন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ, বনমালী শিল্পকলা কেন্দ্র, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ, পাবনা প্রেসক্লাব, সিভিল সার্জন অফিস, সদর উপজেলা নির্বাহী অফিস, সড়ক জনপথ বিভাগ, গণপূর্ত প্রকৌশলী বিভাগ, বিআরটিএ, রানা গ্রুপ এন্ড ইন্ড্রাস্ট্রিজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ডিসপ্লে। সেখানে সালাম গ্রহন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুনসী।
এছাড়া পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্কয়ার স্কুল এন্ড কলেজ সহ সরকারী ও বেসরকারী স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ কুচকাওয়াজে অংশগ্রহণ করে।