পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রকাশিত সময় ০৯:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / 132
”থাকব ভালো, রাখব দেশ, বৈধভাবে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
চলতি বছরের ১১ মাসে পাবনায় প্রবাসীদের কাছ থেকে রেমেটেন্স এসেছে ১৯ হাজার ৫শ ৯০ মিলিয়ন মার্কিন ডলার। মাসিক গড় হিসেবে গত অর্থ বছরের চেয়ে এবার ৭৪ মিলিয়ন করে বেশি রেমিটেন্সে এসেছে এ জেলায়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এ তথ্য জানান হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান, কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মো: মোকছেদুল ইসলাম, বিসিকের ডিজিএম মো: রফিকুল ইসলাম ও প্রবাসী কল্যান ব্যাংকের ব্যবস্থাপক মো: আতিকুর রহমান। এ অনুষ্ঠানে জেলায় সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোয় প্রবাসী মিজানুর রহমান ও হোসনে আরা পারভীন মন্ডলকে কে সম্মাননা জানান হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।